ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

kulaura pic 700x390 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার নূরপুর গেট এলাকায় মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পার্শ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের চেঙ্গিছড়া এলাকার বাসিন্দা আবু সুফিয়ান (৫৩) ও ফুলতলা চা-বাগানের নরসিংহ বুনারজি (৩০)। এর মধ্যে আবু সুফিয়ান পানের ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সুফিয়ান ব্যক্তিগত কাজ সেরে কুলাউড়া থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় নরসিংহ তাঁর পেছনে বসা ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নূরপুর গেটের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সুফিয়ান ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পথে নরসিংহও মারা যান।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ