
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক শুক্রবার (২৬ জানুয়ারী) বিকাল ৩টায় সুরমা মার্কেট সিডনি চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা মুহাম্মাদ জাকির হোসাইন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান বিন আজমল এর পরিচালনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাসিক বৈঠক শুরু হয়।
উক্ত বৈঠকে কেন্দ্রীয় প্রেরিত সার্কুলার এর উপর আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্তিত ছিলেন সংগঠনের সংগ্রামী সহ-সভাপতি মুহাম্মদ আবুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু হানিফ, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মদ মনজিল আলী, তথ্য ও গবেষণা সম্পাদকইব্রাহীম সুলতান নাইম, সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, উপ সম্পাদক মুহাম্মদ অপু আহমদ, উপ সম্পাদক মুহাম্মদ ওলি, উপ সম্পাদক মুহাম্মদ নাসির আহমদ, উপ সম্পাদক, ফয়সাল আহমদ সহ প্রমূখ নেতৃবৃন্দ।