ইউকে বাংলা অনলাইন ডেস্ক :একতরফা প্রহসনের ডামি নির্বাচনের করার দায়ে আন্তর্জাতিক আদালতে এই সরকারের করা বিচার হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেছেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনে ৫ শতাংশ ভোট পড়েনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে মানুষের ভোটের অধিকার ক্ষুন্ন করছে, গণতন্ত্র ধ্বংস করছে, এর জন্য বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দের বিচার হবে।
শনিবার রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্স সামনে কালো পতাকা মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ বাতিল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহারসহ এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আলরাজি কমপ্লেক্স সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ফরহাদ বলেন, আপনি যদি অনতিবিলম্বে নির্বাচন কমিশনকে বাতিল না করেন, পার্লামেন্ট বাতিল না করেন তাহলে এদেশের জনগণকে নিয়ে আমরা এমন আন্দোলন করবো, আপনি পালানোর পথ খুঁজে পাবেন না। মানুষ জেগে উঠেছে। আপনি অতি শিগগির নতুন একটি নির্বাচনের ঘোষণা করুন। আপনি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার আহ্বান করছি।