ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :টাঙ্গাইলের দেলদুয়ারে প্রাইভেটকারের ধাক্কায় শিমুল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটিয়াপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত শিমুলের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাজার এলাকায় পৌঁছালে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় শিমুল।

পরে স্থানীয়রা অপর মোটরসাইকেল আরোহী রাকিবকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। আহত রাকিব ভোলা জেলার মফিজুরের ছেলে। পরে নিহতের লাশ গোড়াই হাইওয়ে পুলিশ নিয়ে যায়।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানায়, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আহত যুবককে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ