ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

শ্রমিক আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনে পরিণত করুন: শ্রমিক ফ্রন্ট

SOMAJTANTIK FRONT PHOTO - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আম্বরখানাস্হ দলীয় কার্যালয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মিয়া, বেলাল হোসেন, জাহেদ আহমদ, মিন্টু যাদব,সুমন মিয়া, মোহসিন আহমদ, মালেক মিয়া,বিল্লাল হোসেন,আব্দুর রশিদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বিদ্যমান পুঁজিবাদী শাসনে শ্রমজীবী মানুষ নিষ্পেষিত।পুঁজিবাদী শোষণ থেকে মু্ক্তির জন্য শ্রমিকের ন্যায্য মজুরি, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকারের আন্দোলনকে পুঁজিবাদী সমাজ পাল্টানোর আন্দোলনে পরিণত করার জন্য সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সংগ্রাম করে যাচ্ছে।

বক্তারা শ্রমিকদের জন্য আইন করে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা, গণতান্ত্রিক শ্রম আইন প্রনয়ন কর, বিআরটিএ কতৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ