ইউকে শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হেডলাইন

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসে উঠতে গিয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকালে যশোরের নওয়াপাড়া রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া স্টেশনের সহকারী মাস্টার অনুপ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই ব্যক্তি নাম—শেখ মারুফ হোসেন(৬৭)। তিনি খুলনার টুটপাড়া এলাকার শেখ গোলাম হোসেনের ছেলে। অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থিত সিডল টেক্সটাইল মিলের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন মারুফ হোসেন।

নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টা ২৪ মিনিটে নওয়াপাড়া স্টেশনে পৌঁছায়। তিন মিনিট বিরতি দিয়ে বিকাল ৪টা ২৭ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি চলা শুরু করলে শেখ মারুফ হোসেন ভ্যান থেকে নেমে দৌড়ে উঠতে যান। বগির হাতল ধরতে গিয়ে তিনি ছিটকে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে যান। এ সময় ট্রেনের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান।

রেলওয়ে পুলিশের যশোর ক্যাম্পের এসআই শহিদুল ইসলাম বলেন, নওয়াপাড়া রেলস্টেশনে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে ট্রেনের চাপায় এক ব্যক্তি মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ