ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে রেস্টুরেন্টে পঁচা-বাসি মাংস বিক্রি, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

1705406790516 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটে পঁচা-বাসি মাংস সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহারের দায়ে ৩টি রেস্টুরেন্টকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট সিটি করপোরেশন এ অভিযান চালায়।

সিসিক সূত্র জানায়, মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে মহানগরের সুবিদবাজার পয়েন্ট এলাকার ৩টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। এর মধ্যে একটি রেস্টুরেন্টে ফ্রিজে পঁচা-বাসি মাংস সংরক্ষণ, আরেকটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যটিতে মাছ-মাংস রান্নার মসলায় কৃত্রিম রং ব্যবহার করা হচ্ছিলো। দুটি রেস্টুরেন্টকে ১০ হাজার করে এবং একটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন- এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ