
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের উপর মিথ্যা মামলা প্রত্য্যহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মিছিলটি রেল গেইট থেকে শুরু করে বাবনা পয়েন্ট এসে সংক্ষিপ্ত সমবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।
মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সদস্য আব্দুল জলিল, নুরুল ইসলাম রুহুল, বিশ্বনাথ উপজেলার সদস্য সচিব আশিকুর রহমান রানা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ, সিনিয়র সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, হারুন মিয়া, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, এনামুল হক, এলাইছ মিয়া, জাহাঙ্গীর আলম তালুকদার, জয়নাল আহমদ, হিরন মিয়া, নাসির আহমদ বাদশা, রেজাউল আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির সকল কারাবন্দি নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এছাড়া নেতাকর্মীদের নামে দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।