ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বই বিতরণ

WhatsApp Image 2024 01 14 at 3.57.07 PM - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটভিউ ইনু সিটি স্যাটেলাইট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৪ জানুয়ারী) এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুল প্রতিষ্ঠাতা ইমতিয়াজ রহমান ইনু পি.এ.এম.এস সভাপতিত্বে ও কবি কামাল আহমদের পরিচালনা শুরতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাফি আহমদ, গীতা পাঠ করেন অন্ন পণা চন্দ অংকিতা স্কুলছাত্রী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিল হুমাইন কবির সুহিন। তিনি বলেন ছাত্রছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি সমাজ থেকে ভালো শিক্ষা নিতে হবে। পিতামাতা তাদের প্রতিনিয়ত বাসা যাওয়ার পর স্কুল পড়া সম্পর্কে খোঁজ খবর নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন শাখা সিলেট সিটি কর্পোরেশনের শেখর দেবনাথ, বস্তুি উন্নয়ন শাখা সুপারভাইজার রোমান আহমদ, স্কুল কমিটির সদস্য ইকবাল আহমদ, স্কুল প্রধান শিক্ষাকা মুন্নি বেগম, সহকারী শিক্ষকা তানজুমা আক্তার শাকী, সামাদ আহমদ অবিভাবক ছাত্রছাত্রীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ