ইউকে বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

ইসরায়েলের পক্ষ নিয়ে অধিনায়কত্ব হারালেন প্রোটিয়া ক্রিকেটার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ইসরায়েলকে সমর্থন করায় অধিনায়কত্ব হারালেন দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ডেভিড টিগার। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাত্রও এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিল দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড। তবে ছোটদের বিশ্বকাপে প্রোটিয়াদের নতুন অধিনায়ক কে হবেন, সেটি এখনো জানায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর মাসে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে কথা বলেন টিগার। সেখানে তিনি ইসরায়েলি যোদ্ধাদের ‘আসল নায়ক’ হিসেবে উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে অ্যাচিভার অ্যাওয়ার্ডসে রাইজিং স্টার খেতাব জেতার পর তিনি তা উৎসর্গ করেন ইসরায়েলি সৈন্যদের। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, হ্যাঁ আমি এই পুরস্কার পেয়েছি এবং এখন আমি রাইজিং স্টার। কিন্তু প্রকৃত রাইজিং স্টার ইসরায়েলের তরুণ সেনারা। সুতরাং আমি এই পুরস্কার সেই দক্ষিণ আফ্রিকান পরিবারকে উৎসর্গ করছি যারা তাদের বিয়ে করেছে এবং এখনও যারা নিখোঁজ। আমি এটা ইসরায়েল রাষ্ট্রকে এবং প্রতিটি সৈন্যকে উৎসর্গ করছি যারা আমাদের বেঁচে থাকতে যুদ্ধ করছে।’

ইসরায়েলি সেনাদের পক্ষে টিগারের এমন মন্তব্য ভাইরাল হয়েছে দ্রুত সময়ের মধ্যে। দেশটির সব গণমাধ্যমে এই সংবাদ উঠে আসলে প্যালেস্টাইন সলিডারিটি অ্যালায়েন্স (পিএসএ) দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন এবং অলিম্পিক কমিটির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে প্রোটিয়া ক্রিকেট বোর্ড (সিএসএ) এবং টিগারের অন্যান্য ক্লাবগুলো তাদের কাছে ক্ষমা চেয়েছেন।

এরপর টিগারকে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া ছোটদের বিশ্বকাপ দলের অধিনায়কত্ব দেয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকার ফিলিস্তিনপন্থিরা ক্ষোভে ফুঁসে ওঠে। নতুন বছরে দক্ষিণ আফ্রিকা ও ভারতের টেস্ট চলাকালে নিউল্যান্ডস স্টেডিয়ামের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভও করেন তারা। যা আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হয়। পরিস্থিতি আরো তীব্রতর হতে পারে বিবেচনায় টিগারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হলো।

শুক্রবার এক বিবৃতিতে ক্রিকেট বোর্ডটি জানায়, ‘সব পরিস্থিতি বিবেচনায় সিএসএ সিদ্ধান্ত নিয়েছে ডেভিড টিগারকে টুর্নামেন্টের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেয়া উচিত। সব খেলোয়াড়, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও ডেভিডের স্বার্থে এই সিদ্ধান্ত। ডেভিড স্কোয়াডের গুরুত্বপূর্ণ ও সক্রিয় সদস্য হিসেবে যুক্ত থাকবেন। আমরা তাকে ও দলকে সর্বোচ্চ সাফল্যের জন্য শুভকামনা জানাই। শিগগিরই নতুন অধিনায়ক নির্বাচন করা হবে।’

উল্লেখ্য, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় নির্যাতিতদের প্রতি সহানুভূতি জানাতে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সরব হয়ে ইসরায়েলকে বয়কট করেছে দেশটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ