ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

পোশাক খাত নিয়ে কোনো হুমকি নেই: নানক

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশের পোশাক খাত নিয়ে কোনো হুমকি নেই।

এসময় তিনি বলেন, ছাত্রজীবন থেকে চ্যালেঞ্জ নিয়ে এ পর্যন্ত এসেছি। সামনে যত চ্যালেঞ্জই থাকুক না কেন, লক্ষ্যে পৌঁছাতে পারব।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ গণসংবর্ধনার আয়োজন করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করে বিশ্বদরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। আমাদেরকে সতর্কতার সঙ্গে চলতে হবে। মোহাম্মদপুর-আদাবরের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে একবুক ভালোবাসা দিয়েছেন, তাদের সেই প্রত্যাশা পূরণে আমাদেরকে সতর্কতার সঙ্গে নিরলস কাজ করে যেতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ