ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাথায় ব্লক পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, রহস্যের খোঁজে পুলিশ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :মাথায় কনক্রিটের ব্লক পড়ে দীপান্বিতা বিশ্বাস দীপু নামে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। একই সঙ্গে রাজধানীর মৌচাক মার্কেট এলাকায় তার মাথায় পড়া কনক্রিটের ব্লকটি কোন ভবন থেকে পড়েছে সে বিষয়েও কোন তথ্য নেই পুলিশের কাছে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।

তিনি বলেন, ঘটনাস্থলে কংক্রিটের ব্লকটি কোথা থেকে এসেছে এ বিষয়ে এখনো আমরা তথ্য পাইনি। তবে ব্লকটি কোথা থেকে এসেছিল সে বিষয়ে জানতে আম অনুসন্ধান করে যাচ্ছি। এখনো তদন্ত চলছে।

ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশে এবং ঘটনাস্থলের সব সিটিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি। ফুটেজ বিশ্লেষণ করে আমরা তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। তবে সিসিটিভি ফুটেজে কংক্রিটের ব্লকটি কোথা থেকে এসেছে সেটা পাওয়া যায়নি। আমরা আশা করি দ্রুতই তদন্তের কাজ শেষ হবে। আর এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত, গত বুধবার (১০ জানুয়ারি) রাতে মৌচাক মার্কেট এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশেই মাথায় কংক্রিটের ব্লক পড়ে মৃত্যু হয় দীপান্বিতার। তার তিন বছরের একটি সন্তান রয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট অফিসে কর্মরত ছিলেন।

এ ঘটনার পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে নিহতের স্বামী তরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ