ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালেন নুরুল ইসলাম নাহিদ এমপি

Screenshot 20240111 105448 Gallery - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে ১৮২৯০ ভোট বেশি পেয়ে পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ভোট পেয়েছেন ৫৭৭৭৮ । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯৪৮৮ ভোট।

তিনি পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

কৃতজ্ঞতা প্রকাশে তিনি বলেন, আমার প্রাণ প্রিয় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণ এবং আওয়ামী লীগ, ছাত্রীগ, যুব লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রবাসী সিলেট জেলা ও সারাদেশের জনগণ যারা সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচনে কাজ করেছেন সমর্থন করেছেন, সমর্থন করেছেন, নানা ভাবে সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকুন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ