ইউকে শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

সাবেক ক্রিকেটারকে বোলিং কোচের দায়িত্ব দিল নিউজিল্যান্ড

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আগামী ১২ জানুয়ারি ঘরের মাঠে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

খেলোয়াড়ি জীবনে এক টেস্টের পাশাপাশি ৪২ ওয়ানডে এবং ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে অ্যাডামসের। এছাড়া কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ার, হ্যাম্পশায়ার এবং এসেক্সের হয়েও খেলেছেন তিনি। ২০১৫ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন তিনি।

খেলা ছেড়ে কোচিংয়ে নাম লেখান অ্যাডামস। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছেন তিনি। এছাড়া বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথেও কাজ করেছেন অ্যাডামস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ