ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

কেয়া চৌধুরী-জয়া সেনগুপ্তার দুঃসাহসিক জয়

Untitled 7 copy - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চ্যালেঞ্জ জয় করেছেন সুনামগঞ্জ ও হবিগঞ্জের দুই নারী। বিশাল ভোটের ব্যবধানে তাদের কাছে পরাস্ত হতে হয়েছে দুই হেভিওয়েট প্রার্থীকে। এমপির আসনে বসার অভিজ্ঞতা দুই জনেরই থাকলেও এবার তাদেরকে এক দুঃসাহসিক যাত্রা জয় করে বিজয়ের মুকুট অর্জন করতে হয়েছে। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তা আর অন্যজন হবিগঞ্জের সজ্জন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর মেয়ে অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

জানা গেছে, জয়া সেনগুপ্তা দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে কঠিন চ্যালেঞ্জ নিয়ে হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদকে (আল আমিন চৌধুরী)। আল আমিন চৌধুরী শাল্লা উপজেলার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশের পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অনুজ হিসেবে বেশ আলোচনায় ছিলেন।
ফলাফল অনুযায়ী সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এমপি ড. জয়া সেনগুপ্তা বিজয়ী হয়েছেন। তিনি কাঁচি প্রতীক নিয়ে ৮০ হাজার ১৩৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৯৯৪ ভোট। জয়া মূল প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ হাজার ১৪৫টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

ড. জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। কর্মজীবনে তিনি ব্র্যাকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি এই আসনে তার স্বামী সুরঞ্জিত সেনগুপ্ত এই আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিতের প্রয়াণে ৩০ মার্চের উপনির্বাচনে নৌকার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালেও তিনি দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখন অবধি দায়িত্বরত আছেন।

অন্যদিকে, জয়া সেনগুপ্তার মতো হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্রভাবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। কেয়া চৌধুরী পেয়েছেন ৭৫ হাজার ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এমএ মুনিম চৌধুরী বাবু লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭০৩। ৪৪ হাজার ৩৪৯ ভোটের ব্যবধানে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুকে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি। পেশাগতভাবে এই নারী একজন আইনজীবী। দশম জাতীয় সংসদে সংরক্ষিত ২৮ নম্বর নারী আসনে তিনি সদস্য ছিলেন। হবিগঞ্জের বাহুবল উপজেলার এই নারী রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মানিক চৌধুরীর মেয়ে। তার পিতাও একজন খ্যাতনামা রাজনীতিক ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ