ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সম্পন্ন

photo 01 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা পর্যায়ে ‘জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জৈন্তাপুর খান চা-বাগান মাঠে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হানিফ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবল খেলোয়াড় ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, ক্রীড়া সংগঠক বশির আহমদ, হার্মফুল প্রাকটিসেস প্রিভেনশন প্রোগ্রাম এপিসি প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সিলেট বিভাগের কো-অর্ডিনেটর দেবাশীষ মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতামূলক সেশন পরিচালনা করেন শফিকুল ইসলাম (সিপিসিএম), ইউনিসেফ ও পলাশী মজুমদার (সিপিসিএম), ইউনিসেফ তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর লাইসেন্স প্রাপ্ত কোচ বদরুল আলম ফয়েজ। ‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ