ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

কারাবন্দী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনাফের পিতৃবিয়োগে শোক

Untitled 1 copy 2 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ফ্যাসিস্ট শেখ হাসিনার কারাগারে বন্দি সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফের পিতা শেখ ওয়াহিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।

আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে বলেন কারাবন্দী শেখ আব্দুল মনাফ নিজে হার্টের রোগী। পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খবর পেয়ে আদালতের নিকট জামিন চেয়েছিলো মনাফ। কিন্তু দুর্ভাগ্য সে জামিন না পাওয়ায় তার পিতাকে দেখা থেকে বঞ্চিত হয়। রাষ্ট্রযন্রকে ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী কতটা অমানবিক করে রেখেছে তারই জলন্ত প্রমান এটি।

উল্লেখ্য যে, আজ সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কারাবন্দী শেখ আব্দুল মনাফের পিতা শেখ ওয়াহিদুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ