
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
বুধবার (৩ জানুয়ারি) নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনে বৈঠকের পর এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
ইসি সচিব বলেন, নির্বাচনে সব বাহিনীর গোয়েন্দা নেটওয়ার্ক তৎপর থাকবে। ভোটারদের মধ্যে নিরাপত্তা ভীতি দূর করতে বাহিনীগুলো কাজ করবে। সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার শঙ্কা নেই।
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। পরিস্থিতি বুঝে বেসামরিক প্রশাসনকে সাহায্য করবে সেনাবাহিনী।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অফিসার, আইজিপি, র্যাব, আনসার ও বিজিবির মহাপরিচালক।