ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

ভোট ও ভাতের অধিকার আদায়ে রাজনীতি করেছে রঞ্জিত: আনোয়ারুজ্জামান

412035623 386299227276241 4894020809464827899 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : গনতন্ত্র পুনরুদ্ধার করতে,মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে যারা রাজনীতি করেছে বঙ্গবন্ধুর আর্দয় বাস্তবায়ে কাজ করেছে তাদের মধ্যে এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার একজন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

তিনি মঙ্গলবার (০২ জানুয়ারী) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ ১ আসনের নৌকার মনোনিত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের নির্বাচনী জনসভা তিনি কথা গুলো বলেন।

সভায় বরেণ্য অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রঞ্জিত সরকার আমার নেত্রী শেখ হাসিনার প্রিয় মানুষ। পরিবর্তন করে এই এলাকার উন্নয়নের জন্যই তাকে নৌকা প্রতীক দিয়েছেন।

রঞ্জিত চন্দ্র সরকারকে সাইজে ছোট হলেও ছোট ভাববেন না তার নেতৃত্বে আমি সিলেটে রাজনীতি করেছি। সে আওয়ামিলীগ রাজনীতি করে জেল খেটেছে, নিজের জীবনের চেয়ে বেশি আওয়ামিলীগ আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভালবাসে। তাকে ৭ জানুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করুন আমি বলতে পারি সে নির্বাচিত হলে আপনাদের উপকার হবে আপনাদের তার কারনে শরম বা লজ্জা পেতে হবে না।

সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খাঁ ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের নৌকা মনোনিত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।

তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, কি আওয়ামিলীগ এমপি হয়ে গত ১৫ বছর ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এই এলাকার নদী, জলমহাল,শুল্ক ষ্টেশন থেকে শুধু লুটপাট করেছে। যার জন্য এই এলাকার মানুষের দুঃখ দুদশার কথা বলতে পারে নি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে। যার ফলে উন্নয়নও করতে পারেননি বলে মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন,আমি এই এলাকার সন্তান জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন আপনারা আগামী ৭ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন,উন্নয়নের জন্য আর পিছিয়েছে থাকবেন না। আমার একটাই চাওয়া জননেত্রী শেখ হাসিনার দেয়া উপহার নৌকা আপনাদের হাতে তুলে দিলাম আপনারা সুনামগঞ্জ ১ আসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করে সেই উপহার আবার তার হাতেই তুলে দিবেন। আমি আপনাদের পাশে থেকে এই অবহেলিত উন্নয়ন বঞ্চিত এলাকাকে আলোকিত করব।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামিলীগের সহসভাপতি এড আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র, কোষাধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ