ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিদেশিদের কাছে বিএনপির নালিশে কোন লাভ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

152995 - BD Sylhet News

বিএনপিকে নালিশ পার্টি হিসেবে আখ্যায়িত করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি এখন নালিশ পার্টি। তারা অযথা লবিং করে বেড়াচ্ছে। তারা (বিএনপি) বিভিন্ন দেশে লবিষ্ট নিয়োগ করে মিথ্যা বানোয়াট অভিযোগ বিভিন্ন স্থানে পাঠাচ্ছে। এগুলো ঠিক নয়। কারণ বাস্তব অবস্থা সবাই জানে।

বিএনপির নালিশে কোন লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের চিঠিতে দুই একজন প্রভাবিত হতে পারে কিন্তু কোন দেশ প্রভাবিত হবে না। এসব নিয়ে বাংলাদেশ সরকারও বিচলিত নয়।

সোমবার বিকেলে নগরের হাফিজ কমপ্লেক্সে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সাথে মতবিনমিয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেন।

অসুস্থবোধ করায় সোমবার বিকেল পর্যন্ত ভোটের কোন প্রচারনায় যোগ দিতে পারেন নি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বিকেলে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হন তিনি। এসময় ব্যবসায়ী নেতারা আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এর পাশাপাশি নির্বাচনে জয়ী হলে সিলেটের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ১২ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন তাদের এসব প্রস্তাবনাকে স্বাগত জানান এবং বিজয়ী হলে তিনি তা বাস্তবায়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

সভা শেষে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে বিএনপির দেয়া চিঠির বিষয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন , বিএনপি দীর্ঘদিন ধরে মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে আসছে, তাতে দিনশেষে কোন লাভ হবে না।

এর আগে ব্যবসায়ীদের সাথে বৈঠকে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে, রিজার্ভ বাড়ছে। আর উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে গণতান্ত্রিক ক্ষমতার ধারাবাহিকতা। তাই দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ও সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ