
রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের জেলা গভর্নর অফিসিয়াল ক্লাব পরিদর্শন এবং বার্ষিক সভা রোববার (১ জানুয়ারী) বিকাল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডন্ট আক্তার চৌধুরী রুবেল পিএইচএফ ও ক্লাব অ্যাসেবলি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিঃ এমডি মতিউর রহমানকে মাইক্রোফোন হস্তান্তর করেন।
ক্লাব সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা গভর্নর ইঞ্জিঃ এমডি মতিউর রহমান, এরিয়া ডাইরেকটর একেএম সামসুল হক দিপু, অ্যাসিস্টেন গভর্নর বিকাশ কাঁথ দাস, পিপি নজির আহমেদ এমপিএইচএফ, পিপি এমডি কবির উদ্দিন পিএইচএফ, পিপি কাজী মঈনুল ইসলাম হালাল পিএইচএফ, পিপি এমডি আজিজুর রহমান পিএইচএফ, পিপি এমডি আবু সুফিয়ান পিএইচএফ, পিপি এম ডি রেহান উদ্দিন পিএইচএফ, আইপিপির এমডি ইকবাল হুসেন পিএইচএফ, আব্দুল বসিত এমপিএইচএফ, এমডি আব্দুল জলিল খান পিএইচএফ, এমডি আব্দুর রমন জামিল পিএইচএফ, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরী পিএইচএফ, রেজাউল করিম, আরএফএসএম এমডি তফাজ্জুল হোসেন পিএইচএফ, দেওয়ান রুশু চৌধুরী পিএইচএফ, ইখতিয়ার আহমেদ চৌধুরী, আরএফএসএম আহমদ, ইয়াহিয়া সাদী, আরএফএসএম এমডি আসাদুজ্জামান রনি, এমপিএইচএফ এমডি মাজাহারুল হক, আরএফএসএম রাহাত আফজা মিলি পিএইচএফ, সুলতানা চৌধুরী পিএইচএফ, এমডি জাকির হোসেন প্রমুখ।