ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বন্ড, জেমস বন্ড। সিনেমার পর্দায় যার অ্যাকশনের গুণে অসম্ভব সম্ভব হয়ে যায়। কেউ তাকে আটকাতে পারে না। তবে বাস্তব জীবনে এবার আইনের জালে ফেঁসে যাচ্ছেন জেমস বন্ড খ্যাত অভিনেতা পিয়ার্স ব্রসনান।
তার বিরুদ্ধে আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে।জানা গেছে, চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অভিনেতা উদ্যানের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন।
যেখানে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ (পানি ও বাষ্পেব় উচ্চ চাপে মাটির অভ্যন্তর থেকে উঠে আসা পানির বিচ্ছুরণ)। সেই উষ্ণ প্রস্রবণে যাওয়ার কারণেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আগামী ২৩ জানুয়ারি দেশটির ইয়েলোস্টোন আদালতে অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বেলি ড্যান্সের অবয়ব ফুটিয়ে শাকিরার ভাস্কর্য
মূলত শুটিং করতে গিয়েই এই কাণ্ডটি করেছেন অভিনেতা। নতুন ছবি ‘আনহোলি ট্রিনিটি’র শুটিংয়ের ফাঁকে এটি ঘটে। তখন তিনি উদ্যানে ঘুরতে গিয়েছিলেন। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত পিয়ার্স সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।









