ইউকে রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
হেডলাইন

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই বিদেশি নাগরিকসহ আহত ৪০

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জেলার তালা উপজেলার ত্রিশমাইল এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাস ও পাথর বোঝায় ট্রাকটি ডোবায় পড়ে যায়।

আহত দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিচয় পাওয়া আহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাজাদা (৪০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মজগুনী গ্রামের মিতা (৫০), কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন (৩৫) ও তার মেয়ে আয়শা (৪), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শরিফা খাতুন (৩৫) ও তার মেয়ে হাসনা হেনা (২২), তালা উপজেলা কামাশডাঙ্গা গ্রামের কৃষ্ণরানী মণ্ডল (৩০)।

জানা গেছে, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় একটি পাথর ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের ১১ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ