ইউকে বাংলা অনলাইন ডেস্ক :রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমান ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ ২ ছাত্রদলকর্মীকে আটক করেছে র্যাব-১০। আটককৃতরা হলো- মো. নয়ন (২২) ও আলামিন (২৩)।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে কদমতলীর শ্যামপুর পালপাড়া মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩টি ককটেল, ১৫টি পেট্রোল বোমা, গান পাউডার, কাচের গুড়া, ২টি কেচি ও ৭টি স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, গত ২৮ অক্টোবর থেকে নির্বাচন বানচল করার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করে আসছে। নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারীর ধারাবাহিকতায় কদমতলী থেকে ২ জনকে নাশকতার বিপুল সরঞ্জমসহ আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, নয়ন ও আলামিন উভয়ই ছাত্রদলের কর্মী। তারা স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করে তাদের চাহিদামত বিভিন্ন সময়ে সরবরাহ করে আসছিল।
ইতোপূর্বে তারা সেলিম রেজা ও আলমগীর হোসেনের নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়া ও কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে। এছাড়া, নয়নের বিরুদ্ধে রাজধানীর কদমতলী থানায় নাশকতা, চুরি ও মারামারির একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।