
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এতে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় এ আদেশ দেন।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ঐ স্থানে ঝিনাইদহ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থকরা নির্বাচনী সভার আয়োজন করে। একই স্থানে একই সময় স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থকরাও নির্বাচনী সভার জন্য জড়ো হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেন হরিণাকুন্ডু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়
জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, রোববার সন্ধ্যায় নৌকা প্রার্থীর কর্মীসভা আহ্বান করা হয়। কয়েকদিন আগেই এই সভা ডাকা হয়। সেই অনুযায়ী বিকেল থেকেই সেখানে নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। কিন্তু হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এসে সভা করতে চান। সেখানে স্বতন্ত্র প্রার্থীও আসেন। তারা গায়ের জোরে গোলযোগ করতে চান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের (একাংশ) সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পালু বলেন, আমরা কয়েকদিন আগেই ওই স্থানে সভা করার ঘোষণা দেই। সভায় স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরয়িার জাহেদী মহুলের বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে আগে থেকেই ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে নৌকার সমর্থকরা জড়ো হলে বিশৃঙ্খল সৃষ্টি করে। এ নিয়ে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে তারা পাশের একটি স্কুলে নির্বাচনী সভা করেছেন।
এসিল্যান্ড নিরুপমা রায় বলেন, এখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত চলবে। আমি এখনও ঘটনাস্থলে আছি। আপনি বিস্তারিত ইউএনও স্যারের সঙ্গে কথা বলেন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও আক্তার হোসেন জানান, সন্ধ্যায় একই সময়ে একই স্থানে দুই প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার অনুমতি ছাড়া সভা করার জন্য জড়ো হন। ফলে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেওয়ায় সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মণ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।