
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সাংবাদিক পেটানো ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের দুই প্রার্থী চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।
এদিন ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে মামলা করার নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে জনমনে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছেন আব্দুল হাই।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও তার এজেন্টদের বিরুদ্ধে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রশ্ন করায় দেশের জনপ্রিয় এক টেলিভিশনের প্রতিবেদককে মারধর করেন চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।