ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বিএনপির এক নেতাকে অব্যহতি, আরেকজনকে বহিষ্কার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন আনোয়ারা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

অন্যদিকে শেরপুর জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ এমদাদুল হক মাষ্টারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অব্যাহতি দেয়া হয়।
বিবৃতিতে বলা হয়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল কাদের জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব গাজী ফোরকান, জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. ইসমাইল ও মো. হাসানকে ইতোপূর্বে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। নেতৃবৃন্দ এখন থেকে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কর্মতৎপর থাকবেন বলে আশা করছে বিএনপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ