ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

‘জামাল কদু’ গানের তালে নাচলেন বুবলী

image 752787 1702912803 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :এবার ‘জামাল কদু’ গানের তালে নাচলেন বুবলী। নিজের ফেসবুকে ওই নাচের ভিডিওর ক্যাপশনে একটি বার্তাও জুড়ে দেন।

রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় পানপাত্র মাথায় নিয়ে ‘জামাল কদু’ শিরোনামের গানের সঙ্গে নেচে পর্দায় ঝড় তুলেছেন বলিউড অভিনেতা ববি দেওল।

একই গানে নাচলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীও। সোমবার সকালে ফেসবুকে ‘জামাল কদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এ সময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।

সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

রহস্যময়ী এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশ্যেই এমন বার্তা দিতে চেয়েছেন।

১৯৫০-এর দশকের শেষের দিকের একটি ইরানি গান ‘জামাল কদু’; যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেই সময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ