
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জাতীয় সংসদের এমপি হোস্টলে আসন্ন সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দল দুইটির কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসেন।
আসন সমঝোতা করতে কয়েক দফায় দল দুটির নেতারা বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি। তফশিল অনুয়ায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তাই সমঝোতার বিষয়টি চূড়ান্ত করতে চায় দল দুটির শীর্ষ নেতারা।
বৈঠকে উপস্থিত রয়েছেন- আওয়ামী লীগ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এবং জাতীয় পার্টির (জাপা) পক্ষে মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে মুজিবুল হক চুন্নু গণমাধ্যমে বলেন, গতকাল শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
সমঝোতা নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, খুশি নন, অখুশি তা কিছুই বলবেন না তিনি। আরও আলোচনা হবে। সমঝোতার আসনসংখ্যা ২৬টি কি না, সে প্রশ্নে কোনো জবাব দিতে রাজি হননি তিনি।