ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মাধবপুর ডাকাত দলের মূলহোতাসহ গ্রেফতার ৩

403416187 1460330284594982 1081223739355906999 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর চা বাগানে দুর্ধর্ষ ডাকাতি ঘটনায় ডাকাত দলের মূলহোতা ও লুণ্ঠিত মালামালসহ ডাকাত দলের ৩ সক্রিয় ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলেন: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের আবু জাহের শুক্কর মিয়ার পুত্র।

এমদাদুল হক মিলন রিপন মিয়া (৩৮), একই গ্রামের মোঃ শফিকুল ইসলামের পুত্র মোঃ নাজমুল ইসলাম নাজমুল (৩১), আবু সাঈদের পুত্র মোঃ হৃদয় মিয়া (২৮), গ্রেফতারকৃতদের শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে র‍্যাব ৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান এর আগে ১৫ ডিসেম্বর শুক্রবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

তেলিয়াপাড়ায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার মূলহোতা সহ তিনজনকে গ্রেপ্তার করে আসামীদের মাধবপুর থানায় হস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বুধবার রাত আনুমান সাড়ে ১০টায় মাধবপুর থানাধীন শাহজাহানপুর ইউপির অন্তর্গত সুরমা চা বাগানের মঈন টিলার ২নং সেকশনের তেলিয়াপাড়া চা বাগানের পতিত ঘরের সামনে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১৫/১৬ জনের ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ রাস্তার উপর গাছ ফেলে চলন্ত গাড়ির গতিরোধ করে যাত্রী ও ড্রাইভারদের হাত বেঁধে মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। পরবর্তীতে ওই ঘটনায় ১৩ ডিসেম্বর বাগানের গাড়ীর চালক বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১৫/১৬ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করে। চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ