ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকল বিএনপি

Untitled 11 copy 1 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। আজ শনিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

রিজভী বলেন, সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করা হবে। কর্মসূচি সফল করার জন্য দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এই ভুয়া নির্বাচন বানচাল করবে দেশের ভোটাররা। কোনো সচেতন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবে না। তাদের ভোটকেন্দ্রে বসে মাছি তাড়াতে দিন।

এর আগে একই দাবিতে বিএনপি ১১ দফায় ২২ দিন অবরোধ এবং ৩ দফায় চার দিন হরতাল কর্মসূচি পালন করে।

সর্বশেষ বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ