ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

মহান বিজয় দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি ও নৃত্য পরিবেশন

WhatsApp Image 2023 12 16 at 6.55.20 PM - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিজয় আমাদের শক্তি এগিয়ে যাওয়ার অদম্য গতি।মহিমান্বিত বিজয় দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।

শহিদ মিনারে শতশত দর্শকদের উপস্থিতিতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলগত পরিবেশন করে কবিতার বাংলাদেশ নির্মাণটি।বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় কবিতায় কণ্ঠ দেন পিউ, গুলজার, নিনো,শুচি,বিথী,ঐশিকা, মনিষা ও রাজন্যা। এদিকে বিকেল ৪ টায় বই মেলার সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসে সিলেট কেমুসাস দরগাগেইটে মুক্তাক্ষরের নৃত্য শিক্ষার্থীরা তাহমিনা বেগমের পরিচালনায় দেশের গানে নৃত্য পরিবেশন করে স্নেহা,অরূনিমা,লামহা,পূর্ণা, মারুয়া ও অঙ্কিতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ