ইউকে রবিবার, ৬ জুলাই ২০২৫
হেডলাইন

হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ৩ জন নিহত

IMG 20231214 161511 original 1702549965 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ গোলচত্বর থেকে চুনারুঘাটের দিয়ে যাচ্ছিলেন। গাড়িটি চানভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন যাত্রী নিহত হয়েছেন।

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সৌরভ বিশ্বাস জানান, তানিম ও তামান্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুন মারা যান।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ