ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ

IMG 20231213 WA0114 - BD Sylhet News

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কোম্পানীগঞ্জ উপজেলায় “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩” এর শুভ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় টুকের বাজার খেলার মাঠে “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার মো : নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ইয়াকুব আলী, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলওয়ার মাহমুদ রিপন, কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমেদ সহ অংশগ্রহণকারী আটটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উক্ত “বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩” এর টুর্নামেন্টটিতে কোম্পানীগঞ্জ উপজেলার ঢালার পাড় একতা ক্রিকেট ক্লাব, কালীবাড়ি যুব সংঘ ক্রিকেট ক্লাব, থানা সদর ইয়াং স্টার ক্রিকেট ক্লাব, উত্তর রাজনগর ক্রিকেট ক্লাব, আলমগীর স্মৃতি রাজনগর ক্রিকেট ক্লাব, টুকের গাঁও আদশ ক্লাব, ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাব ও চিকাডহর নারায়নপুর ক্রিকেট ক্লাবসহ মোট আটটি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর ২০২৩ বিজয় দিবস ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩ এর শুভ উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়েছিল। বুধবার ২০২৩ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে চিকাডহর নারায়নপুর ক্রিকেট ক্লাবকে ১৫ রানে পরাজিত করে ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্লেয়ার অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাবের মোঃ হাসান ও প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় ভোলাগঞ্জ উদয়ন সংঘ ক্রিকেট ক্লাবের হাবীব। রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে জেলা ক্রীড়া অফিস সিলেট এর ব্যবস্থাপনায় ট্রফি, ক্রেস্ট, ক্রিকেট সেটসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন একাডেমি/ক্লাবের কোচ, সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। তৃণমূল পর্যায় থেকে খেলোয়ার তৈরী করার লক্ষ্যেই টুর্নামেন্টটি পরিচালনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ