
মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার জহুর প্রদেশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ (২৮) নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন আরেক বাংলাদেশি।
রাজ্যের ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, নিহত মোহাম্মদ সবুজ একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
আটক সন্দেহভাজনদের একজন, যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন, তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে। পুলিশ প্রধান বাহরিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।