ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময়

403411318 331405859709903 5829688526453467 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার নুজরাত নাঈমের সাথে বুধবার দুপুরে বড়লেখা শিল্পকলা একাডেমি, নাট্য সংগঠন ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা মতবিনিময় সভা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা শিল্পকলার এডহক কমিটির সদস্য প্রভাষক বদরুল ইসলাম, তপন চৌধুরী, শুভাশিস দে, সুমিতা চক্রবর্তী, তারুণ্য নাট্য গোষ্ঠীর সহ- সভাপতি হানিফ পারভেজ, উদীচী শিল্পী গোষ্ঠীর দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, তারুন্য নাট্য গোষ্ঠীর মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া লিলি ও ইন্ডিজিনিয়াস বড়লেখার সাধারণ সম্পাদক প্রসেনজিত শর্মা প্রমূখ।

পরে নবাগত ইউএনওকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ