ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

সিলেটে গ্যাসক্ষেত্রে তেলের সন্ধান

400509796 895579992167429 2969810930913090469 n - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক : সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। প্রথম দিন ২ ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বড় সুখবর হলো প্রথম স্তরে আমরা তেলের সন্ধান পেয়েছি। প্রথম দিন ২ ঘণ্টায় ৭০ ব্যারেল তেল উঠেছে। আমরা এটাকে আপাতত বন্ধ রেখেছি। আরও পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, মজুতটা আমরা জানব। আমরা আশাবাদী আগামী অন্তত ২০ বছর এখান থেকে সম্ভাবনা সৃষ্টি করতে পারে। পুরো বিষয়টি বলা যাবে আরও চার থেকে পাঁচ মাস পর।

তিনি বলেন, তেলের যে অংশ আছে সেটা আমরা তিনটি জায়গায় পরীক্ষা করতে দিয়েছি। আরও পরীক্ষা-নিরীক্ষা করে আমরা মজুতটা বলতে পারব।

প্রতিমন্ত্রী আরও বলেন, একটি ভালো সুখবর হল গ্যাস এবং তেলের স্তর ভিন্ন। আগে আমাদের গ্যাসের সঙ্গে কিছু তেল আসতো। এখন তেলটা আলাদা হয়ে গেছে। এবং এটা হলে সুখবর সবার জন্য। এছাড়া গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে চার স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ