ইউকে মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
হেডলাইন

জামালগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

জামালগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :জামালগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও জয়িতা সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা হলরুমে ‘নারীর জন্য বিনিয়োগ’ সহিংসতা প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় জামালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লক্ষী রাণীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার।

আলোচনা সভা শেষে উপজেলায় ২০২৩ সালের নির্বাচিত ৩ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম কলমদর, বাংলাদেশ মহিলা পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি শেখ আয়েশা সিদ্দিকা। এসময় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা অঞ্জলী রাণী তালুকদার, সফল জননী জয়িতা পাপিয়া পুরকায়স্থ, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী জয়িতা বেবি রাণী তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ