
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১ দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ৮০ টাকা বেড়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) ভারতের নিষেধাজ্ঞা ঘোষণার পরই ১২০ টাকার পেঁয়াজ এক লাফে ২০০ টাকা বিক্রি হচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারে প্রতিকেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হয়েছিল। দুপুর ২টার দিকে ভারত আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার ঘোষণার পর সন্ধ্যা ৫টা থেকে শনিবার সকাল পর্যন্ত প্রতিকেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার থানা বাজার, তেলিখাল বাজার, টুকের বাজার, ভোলাগঞ্জ বাজার, খাগাইল বাজার, চরার বাজার, দয়ার বাজারসহ ৬টি ইউনিয়নের সকল বাজারে এ চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন বাড়তি দামের পেয়াজ এখনো বাজারে আসেনি, কিন্তু ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় ক্রেতাদেরকে জিম্মি করে চড়া দামে বিক্রি করছেন। সরকারিভাবে বাজার তদারকি করলে দাম নিয়ন্ত্রণে থাকতো।
অপরদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারী বাজারে দাম বেশি হওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।