
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পৃথক অভিযান এই চার আসামিকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ ডিসেম্বর) বিয়ানীবাজার থানার একদল পুলিশ চারখাই বাজার পয়েন্ট এলাকায় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা এবং সিএনজি অটোরিকশাসহ ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন জেলার শাহপরান থানার মেজরটিলা এলাকার মৃত কামাল হোসেনের ছেলে উজ্জ্বল আহমদ ও জালালাবাদ থানার টুকেরগাঁও এলাকার তুরণ মিয়ার ছেলে জাকির হোসেন।
থানা পুলিশ আরও জানায়, পুলিশের বিশেষ অভিযানে শাবেল আহমদ নামে একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা নজই মিয়ার ছেলে।
এ ছাড়া মাদকাসক্ত অবস্থায় পিতাকে শারিরীক নির্যাতন করার অপরাধে আনোয়ার হোসেন নামেও অপর আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।আটকৃত ব্যক্তির উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের মর্তুজ আলী বটন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করে আদালত সোপর্দ করা হয়েছে।