ইউকে শনিবার, ২৭ জুলাই ২০২৪
হেডলাইন

আম্বরখানা পয়েন্টে বৈদ্যুতিক খুঁটিতে মাকড়সা জালের মতো জড়িয়ে আছে তার

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট নগরের আম্বরখানা পয়েন্টের সামস সুপার মার্কেটের সম্মুখে এই বিদ্যুতের খুঁটিতে বিপজ্জনকভাবে ঝুলে আছে ইন্টারনেট ও কেবল অপারেটেরদের তার। বৈদ্যুতিক খুঁটি ঢেকে গেছে ইন্টারনেট ও কেবল অপারেটরদের তারে। এসব তারের কারণে সাধারণ মানুষের দাঁড়ানো ও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অথচ বিষয়টি দেখার যেন কেউ নেই।

বিদ্যুৎ লাইন ভূগর্ভে দিয়ে সঞ্চালন করে আম্বরখানা থেকে বন্দর এবং হযরত শাহজালাল র.দরগাহ সড়ক থেকে তারের জঞ্জাল দুর করা হয়ে ছিলো।
প্রতিটি খুঁটিতে বৈদ্যুতিক লাইনের সঙ্গে মাকড়সা জালের মতন ঝুলছিলো টেলিফোন লাইন, ইন্টারনেটসহ অন্যান্য ক্যাবল লাইন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ বিভাগ রাস্তা থেকে এই তারের জঞ্জাল দুর করে ছিলো।
ধারণা করা হয়েছিলো এভাবে পুরো নগর তারের জঞ্জাল মুক্ত হবে। পরে প্রজেক্টটি বাতিল হয়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ

ukbanglaonline.com