ইউকে সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনাফের মুক্তি দাবি

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনাফের মুক্তি দাবি

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আজ এক বিবৃতিতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন ভোট চোর শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং আরেকটি প্রহসনের নির্বাচন করতে বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের গনগ্রেফতারের করছে। যা মানবাধিকার ও আইনের পরিপন্থী। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন শেখ আব্দুল মনাফ অসুস্থ, সে হার্টের রোগী। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শেখ আব্দুল মনাফের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ