ইউকে বাংলা অনলাইন ডেস্ক :উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট এর ১৬তম ওয়াজ মাহফিল আগামিকাল ১ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা হতে রাত ১২টা পর্যন্ত সিলেট নগরীর ৫নং ওয়াডের প্রথম গল্লীতে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি ও বিশেষ আকর্ষণ জন্ম থেকে অন্ধ বগুড়ার জনপ্রিয় হাফিজ মাওলানা আব্দুল্লাহ বিন আনিছ সাহেব
উক্ত ওয়াজ মাহফিলে আরও তাফসির পেশ করবেন-হযরত মাওলানা শামছুল ইসলাম হাদী সাহেব,(ইমাম ও খতিব বায়তুক জান্নাত জামে মসজিদ) হযরত মাওলানা আব্দুল্লাহ আল-মামুন৷ সাহেব (ইমাম ও খতিব নূরীয়া জামে মসজিদ বাগবাড়ী), হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব (বাহুবলী)।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি সজিবুর রহমান রুবেল।