
ইউকে বাংলা অনলাইন ডেস্ক : ঠাকুরগাঁও সীমান্ত এলাকা থেকে গত পাঁচ বছরে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫০ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কার্যালয় মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
অনুষ্ঠানে গত পাঁচ বছরে জব্দ করা ১০ হাজার ৭৭৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ প্রায় ৬৯ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা অন্যান্য মাদকের মধ্যে রয়েছে ৮২ বোতল ও ১৪ প্যাকেট মদ, ১২ কেজি গাঁজা, ৩৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১ কপ সিরাপ, ১০ হাজার ৩৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাতার বিড়ি, খইনি ও জর্দা।
মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান শফিক উপস্থিত ছিলেন। এ ছাড়া পৌর মেয়র অন্জুম আরা বন্যাসহ গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান শফিক জানান, বিজিবি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। চোরাকারবারিরা সীমান্তের তারকাঁটা অতিক্রম করে যেন কোনোভাবেই বাংলাদেশে মাদক প্রবেশ করাতে না পারে সে বিষয়ে বিজিবি সৈনিকরা কাজ করে যাচ্ছেন।
এর ভীত্তিতে ২০১৮ সাল থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ৬৯ লাখ টাকার মাদকদ্রব্য আটক করা হয়। বিজিবিসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে সবার সহযোগিতায় মাদক নির্মূল করা সম্ভব হবে।