
ইউকে বাংলা অনলাইন ডেস্ক :তিনি বলেন সিলেটবাসী এবং সিলেট বিভাগের বিভিন্ন পর্যটন কেন্দ্রের ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এটি একটি বিরাট সুখবর। এই ট্রেনটি যাত্রা পথে মাত্র চারটি স্টেশনে থামবে, এতে সময় যেমন বাচবে তেমনি জ্বালানি খরচও সাশ্রয় হবে। পর্যটকরা স্বল্প সময়ে ঢাকা থেকে সিলেটে যাতায়াত করতে পারবেন।
এই ট্রেনটির নাম “টাঙ্গুয়ার এক্সপ্রেস” রাখায় পররাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন “টাঙ্গুয়ার হাওরের নামে এই নামটি শুধু হাওরকে দেশ বিদেশের কাছে পরিচিত করবেই না, হাওরের প্রাকৃতিক সম্পদ এবং হাওরের অপূর্ব প্রাকৃতিক দৃষ্টিনন্দিন জলাভূমির ব্র্যান্ডিং করবে।
আশপাশের জনপদের উল্লেখযোগ্যভাবে উন্নয়ন সাধনে ভূমিকা পালন করবে কারণ অদূর ভবিষ্যতে এই রেলকে সরাসরি সিলেট থেকে সুনামগঞ্জে নিয়ে যাওয়ার সরকারের পরিকল্পনা রয়েছে।