ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বুধ-বৃহস্পতিবার অবরোধের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ

বুধ-বৃহস্পতিবার অবরোধের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

২২ ও ২৩ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান দুর্নীতি-দুঃশাসন, বিচারহীনতা, অর্থ পাচার ও সিন্ডিকেটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, রাষ্ট্রীয় ও সামাজিক কাঠামো ভেঙে পড়াসহ সামগ্রিক নৈরাজ্য থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গণঅধিকার পরিষদ ২২ ও ২৩ নভেম্বর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে।

দলমত নির্বিশেষে দেশের অস্তিত্ব রক্ষায় সর্বস্তরের জনগণকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ পালনের আহ্বান জানিয়েছে দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ