ইউকে সোমবার, ৭ জুলাই ২০২৫
হেডলাইন

বালাগঞ্জে ৩ চোরসহ ছাগল ও সিএনজি আটক 

বালাগঞ্জে ৩ চোরসহ ছাগল ও সিএনজি আটক 

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :সিলেটের বালাগঞ্জে ৩জন চোরসহ ছাগল ও সিএনজি আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।

জানাগেছে, রোববার (১৯ নভেম্বর)  রাত ৯টার দিকে বালাগঞ্জ থানার এসআই জাকির হোসেন ও এস আই জহর লাল রায়সহ একদল পুলিশ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মাদ্রাসাবাজার থেকে চুরিকৃত ছাগল এবং অভিযুক্ত তিনজন চোরকে আটক করে।

আটককৃতরা হলেন-ফারুক খা (২৪), শরীফুল ইসলাম (১৯) ও কামরান মিয়া (২১)। তারা ৩জনই দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলামের টিলাপাড়া গ্রামের বাসিন্দ।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ বদরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে জানান,  গ্রেফতারকৃত চোরদের  কাছ থেকে সাদা কালো রংয়ের বকরি ছাগল ও একটি রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন সিএনজি উদ্ধার করা হয়। এবং মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ