ইউকে বাংলা অনলাইন ডেস্ক :বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর উপশহর পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হেলমেটধারী কয়েকজন দুর্বৃত্ত সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই সটকে পড়ে তারা।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।