ইউকে বাংলা অনলাইন ডেস্ক :আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় সিলেটে বিএনপি-জামায়াতের হরতাল শান্তিপূর্ণভাবে চলছে।
সরকার পতনের একদফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার।
বেলা ১১টা পর্যন্ত সিলেটের কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তবে সকাল থেকেই সিলেট নগরীর সড়কগুলোতে স্বাভাবিকের তুলনায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কম। সিএনজি অটোরিকশা এবং রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। ছোটখাটো দোকানপাট খোলা থাকলেও শপিংমলগুলো বন্ধ রয়েছে।
রোববার সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) এর বিভিন্ন থানার অভিযানে বিএনপি-জামায়াত ৬ জনকে আটক করা হয় এরমধ্যে কোতোয়ালী মডেল থানা পুলিশ ১জন, শাহপরাণ থানা পুলিশ ১ জন ও দক্ষিণ সুরমা থানা পুলিশ ৪জনকে আটক করেছে।
এরআগে রবিবার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার বিকাল পর্যন্ত নগরীর যানবাহন চলাচলে বাধা দেয় হরতালের সমর্থকরা। তারা বিভিন্ন স্থানে ‘ঝটিকা’ মিছিলও করে।
সিলেট এয়ারপোর্ট থানার (ওসি) মঈন উদ্দিন শিপন জানান,জনগণের জানমাল রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছি আমরা। সিলেট মহানগরীকে নিরাপদ রাখাতে তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।