ইউকে রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
হেডলাইন

নিউজিল্যান্ড সিরিজের দলে নতুন মুখবাঁহাতি স্পিনার মুরাদ

1700309894.Untitled 5 - BD Sylhet News

ইউকে বাংলা অনলাইন ডেস্ক :নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে, অন্যদিকে এক মাসের ছুটি নিয়েছেন সহ-অধিনায়ক লিটন দাস। তাই এই সিরিজের জন্য অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে। আগামী ২৮ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি মাঠে গড়াবে আগামী ৬ ডিসেম্বর থেকে। যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

২০২০ যুব বিশ্বকাপজয়ী হাসান মুরাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ২০২১ সালে। চার দিনের ম্যাচে শুরু থেকেই দারুণ পারফর্ম করে আসছেন বাঁহাতি এই স্পিনার। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে শিকার করেছেন ১২১ উইকেট। এবার লাল বলে আন্তর্জাতিক ক্রিকেট রাঙানোর অপেক্ষায় আছেন এই ২২ বছর বয়সী।

লিটন না থাকায় দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে। এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম, হাসান মাহমুদ ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও মুশফিক হাসান।

এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে প্রবেশ করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজে অংশ নিতে ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশে আসার কথা কিউইদের।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাৎ হোসেন দীপু ও হাসান মুরাদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন :

সর্বশেষ সংবাদ